• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নড়াইলে সুলতান মেলা উপলক্ষে

প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ষাঁড়ের লড়াই দেখতে মানুষের মিলন মেলা

  • ''
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০২৪

নড়াইল প্রতিনিধি:

প্রচণ্ড গরমকে উপেক্ষা করে নড়াইলে সুলতান মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই দেখতে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণীত হয়। মঙ্গলবার শহরের কুড়ির ডোব মাঠে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ষাড়ের লড়াই প্রতিযোগিতা।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সুলতান মেলার অংশ বিশেষ ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২৬টি ষাঁড় অংশ নেয়। ষাড়ের লড়াই দেখতে দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে শিশু কিশোরসহ নারী পুরুষ আসতে শুরু করে। লড়াইয়ের আগ মুহূর্ত পর্যন্ত আট একর হাজারো মানুষের উপমিাঠটির চারিপাশে মানুষে মানুষে কানায় কানায় ভর্তি হয়ে যায় ।

জেলার কালিয়া উপজেলা এলাকা থেকে আসনসো জাফর হোসেন বলেন, অনেক কষ্ট করে সুলতান মেলায় অনুষ্ঠিত ষাঁড়ের লড়াই দেখতে এসেছি। ষাঁড়ের লড়াই দেখতে ভালো লাগে,প্রচন্ড গরম রোদেও তাপ সহ্য করা যােেচ্ছ না । তার পরও শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্যই আসা। তাপদাহ কম থাকলে আরো ভালো লাগতো।

সুলতান মেলার ‘কিউট গ্রামীণ ক্রীড়া উৎসব; উদ্‌যাপন পর্ষদের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্নু বলেন, এই আয়োজনের উদ্দেশ্য হলো নতুন প্রজন্মে কাছে বাঙালির হারিয়ে যাওয়া ক্রীড়া উৎসব তুলে ধরা যাতে নুতর প্রজন্ম দেশীয় এ খেলাগুলি সর্ম্পকে জানতে পারে। নতুন প্রজন্ম মাদক থেকে সরে এসে খেলাধুলা এবং লেখাপড়ার ভেতরে আসুক এবং নিজেরা আলোকিত মানুষ হিসেবে তৈরি হোক এ প্রচেষ্টা থেকে সুলতান মেলায় দেশী প্রায় অর্ধশত খেলাধুলা রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads